নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে বিরতিহীন ভাবে “স্টুডেন্টস কেবিনেট নির্বাচন” নির্বাচন অনুষ্ঠিত হয়। উলিপুরে ৫০টি মাধ্যমিক ও ৩৯টি দাখিল মাদরাসাসহ ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানে “স্টুডেন্টস কেবিনেট নির্বাচন” অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ৩০ হাজার ৯শত ২৬ জন শিক্ষার্থী ভোটার। ছাত্র পরিষদ গঠনের নিতিমালা অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণিতে অধ্যায়নরত ছাত্র ছাত্রীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ৫টি শ্রেণি থেকে (প্রতি শ্রেণিতে কমপক্ষে ১জন করে মোট=৫জন এবং সব্বোর্চ ভোটপ্রাপ্ত ৩জন) মোট ৮জন প্রার্থী সরাসরি ভোটে নির্বাচিত হবেন।
উলিপুর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফেরদৌস কবির রানু জানান, তার বিদ্যালয়ে ৬শত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩শত ৮৯ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন। নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণির নুরশাত জাহান, ৭ম শ্রেণির মনিষা ও উম্মে কুলসুম, ৮ম শ্রেণির গৌড়ি ও অর্পি, ৯ম শ্রেণির নার্গিস আক্তার ও নাজমুননাহার এবং ১০ম শ্রেণির কাজলী আক্তার এবং কাশির খামার মফিজিয়া দাখিল মাদরাসার সুপার আঃ ছালাম জানান, ৬ষ্ঠ শ্রেণিতে সাগর মিয়া ও বিনা আক্তার ৭ম শ্রেণিতে শিপন মিয়া, ৮ম শ্রেণিতে শাহানাজ পারভীন ও মামুনুর রশিদ, ৯ম শ্রেণিতে মাহমুদা আক্তার ও রুকাইয়া আক্তার ও ১০ম শ্রেণিতে আবু সাইদ নির্বাচিত হয়েছে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন, স্টুডেন্টস কেবিনেট নির্বাচন উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে নেতৃত্ব দেয়ার ধারনা অর্জন করবে।