।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ইঁদুরে আক্রমণে নষ্ট হচ্ছে রোপা আমন ধানক্ষেত। কৃষকরা ইঁদুর নিধনের বিভিন্ন চেষ্টা করলেও কেটে সাবাড় করছে ক্ষেতের পর ক্ষেত। ফলে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ২৪ হাজার ৫’শ ৬০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ফলন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১০ লাখ ৩ হাজার ১৫২ মে.টন।
উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি সন্ন্যাসীতলা গ্ৰামের ধান চাষি ইন্দ্রজিতের সাথে কথা হলে তিনি বলেন, রাতের অন্ধকারে ইদুর জমিতে নেমে ধানের গাছ কাটা শুরু করে। ইঁদুর নিধনে কীটনাশক মেশানো ঔষধ নানা ধরণের ফাঁদ পাতলেও মাঝে মধ্যে দুয়েকটা মারা যায়। তারপরও প্রতি রাতে ধান কেটে সাবাড় করেছে। ধানের আবাদ নিয়ে বড় চিন্তায় আছি।
রাজারাম ক্ষেত্রী গ্রামের আব্দুস সালাম বলেন, ইদুর ধানের গাছ কেটে সাবাড় করছে। জমির আইল বা উঁচু কোথাও ইঁদুরের গর্ত নেই। এদের থাকার কোনো জায়গাও খুঁজে পাওয়া যায় না। কোথায় থেকে এসে জমির মাঝখানে ধানের গাছ কাটে। কীটনাশক মেশানো ঔষধ নানা ধরণের ফাঁদ পাতালেও তেমন কোনো প্রতিকার মিলছে না। সব এলাকায় ধানের জমিতে ইঁদুরের উৎপাত বেড়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকা একই খবর পেয়েছি। প্রতিটি ইউনিয়নে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন। তাঁরা প্রতিদিন মাঠে গিয়ে কৃষকদের ইঁদুর মারার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। চাষিরা যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে প্রতিদিন ইদুরও মারছে।