।। নিউজ ডেস্ক ।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ডেপুটি এটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মো: নুরে এরশাদ সিদ্দিকী। তিনি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের অধীন সলিসিটর অনুবিভাগ থেকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর সেকশন ৭ (১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া অন্য চার প্রসিকিউটর হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম (ডেপুটি এটর্নি জেনারেল পদমর্যাদার), শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা (ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ) এবং এই তিনজন সহকারী এটর্নি জেনারেল পদমর্যাদার সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চিফ প্রসিকিউটরসহ ৬ জন প্রসিকিউটর নিয়োগ প্রদান করা হয়। এতে মোট প্রসিকিউটরের সংখ্যা দাঁড়ালো ১১ জন। আগামী নভেম্বর মাস থেকে ট্রাইব্যুনালে বিচারকার্য শুরু হবে। এতে ৩৬ জুলাই ছাত্রহত্যা ও গণহত্যা, বিডিআর হত্যাকান্ড, শাপলা চত্বরে হেফাজত হত্যাকান্ড এবং গুম-ক্রসফায়ারের বিচারকার্য পরিচালিত হবে।