।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ব্রাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন অভিজ্ঞতা বিনিময় সভা বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) দিনভর শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান । বিশেষ অতিথি মোঃ শহীদুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,মোঃ জয়নুল আবেদীন সুপারিনটেন্ডট পিটি আই,মোঃ হুমায়ুন কবির উপপরিচালক সমাজ সেবা অধিদপ্তর, মোঃ মুজাহিদুল ইসলাম সহকারী পরিচালক প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রফুল্ল চন্দ্র বর্মন এ্যাডভাইজার ব্রাক শিক্ষা কর্মসূচি।
কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভারে ফলে দেশের সকল স্কুল দীর্ঘস্থায়ী বন্ধে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরণের ক্ষাতির সম্মুখীন হয়। এবং ঝরেপড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে। এ কারণে ব্রাক শিক্ষা কর্মসূচির প্রকল্প ই এম ডিসি এর মাধ্যমে দেশের ছয়টি সুবিধা বঞ্চিত ঝরে পড়া বিদ্যালয়ে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য এক্সেলারেটেড এডুকেশন মডেল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রাম সদর, নাগেশ^রী ও উলিপুরের ৯৬টি ব্রাক স্কুলে সর্বমোট ২হাজার ৪শ শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় শিক্ষা সহায়তা পাচ্ছে।