।। নিউজ ডেস্ক ।।
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে উলিপুর ও চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উলিপুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে, উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ফ্রেন্ডসশীফ, সুশীলন, কেয়ার, এমজেএসকেএস, হেক্স ইপার ও নারী’র সহযোগীতায় আলোচনা সভা ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। চিলমারীতেও সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উলিপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী, উপজেলা নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, ফেন্ডসশীফের ফ্লাড ভোলানটিয়ার মোসলেমিনা আক্তার প্রমুখ। আলোচনা শেষে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করে উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীবৃন্দ।
চিলমারীতে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামন থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আমিনুল ইসলাম, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেস ক্লাব চিলমারীর সভাপতি মনিরুল ইসলাম লিটু, সাংবাদিক নাজমুল হুদা পারভেজ প্রমুখ। পরে ভূমিকম্প, অগ্নিকান্ড, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।