।। উপজেলা প্রতিনিধি ।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ভূরুঙ্গামারী উপজেলায় আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয় এনামুল (২৫)। ভূরুঙ্গামারী উপজেলার ঝুকিয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান এনামুল। ১২ বছর আগে বাবাকেও হারিয়েছেন তিনি। গত ৬ অক্টোবর উলিপুর ডট কম পত্রিকায় সংবাদটি প্রকাশ পেলে র্যাব-১৩ রংপুর এর নজরে আসে। প্রতিবেদনে দেওয়া তার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আজ ১০/১০/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে অধিনায়ক উইং কমান্ডার মোঃ আমিনুল হক (বিপিএম-সেবা জিডিপি) রংপুর থেকে দুটি গাড়িতে ১৪ জন র্যাবের সদস্যকে পাঠিয়ে দেন গুলিবিদ্ধ এনামুলকে উন্নত চিকিৎসা দিয়ে সহযোগিতা করার জন্য।
এ বিষয়ে র্যাবের একজন সদস্য জানান, এনামুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। যদি তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেটাও তারা তা করবেন। যেহেতু তার মাথায় এবং শরীরে গুলি রয়েছে এবং এতে তার শারীরিক ও মানসিক সমস্যা হয়েছে তাই আগে তার চিকিৎসা সম্পন্ন করবেন। এনামুল এর পরিবার দারিদ্র হওয়ায় তার পরিবারকে আর্থিক সহায়তা করবেন বলেও জানান।
গুলিবিদ্ধ এনামুলের চিকিৎসার ব্যাপারে র্যাব-১৩ এর পক্ষ থেকে চিকিৎসার দায়িত্ব নেওয়ায় এনামুল অনেক খুশি হয়েছেন। এনামুলের সাথে তার ছোট ভাই রয়েছেন। কেউ এনামুলকে আর্থিকভাবে সহায়তা করতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ও বিকাশ নাম্বার 01750088140।
//নিউজ/ভূরুঙ্গামারী//মাইদুল/অক্টোবর/১১/২৪