।। উপজেলা প্রতিনিধি ।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবি ও অসহযোগ আন্দোলনের মিছিলে সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতেও ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০-২৫ জন গুলিবিদ্ধ ও অর্ধশতাধিক আহত হয়।
ঘটনার দিন ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েক হাজার শিক্ষার্থী তাদের দাবির স্বপক্ষে একটি মিছিল নিয়ে জামতলা মোড় হয়ে সাদ্দাম মোড়ে পৌছলে একদল দুস্কৃতিকারী মিছিলে হামলা করে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়। পরে মিছিলটি পুনরায় জামতলা মোড়ে আসলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের হামলায় শিকার হয়। এসময় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্ট গানের গুলি ছোড়ে। এতে ২০-২৫ জন গুলিবিদ্ধ ও অর্ধশতাধিক আহত হয়।
এ ঘটনায় ভূরুঙ্গামারীর ইউনিয়নের ঝুঁকিয়া গ্রামের মোঃ এনামুল (২৫) এর মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় প্রায় অর্ধশত রাবার বুলেটে ঘায়েল হন। আহত অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছু রাবার বুলেট বের করা হলেও মাথায় ও শরীরে অনেক গভীরে বুলেট থাকায় তা বের করা যায় না। আতঙ্ক বিরাজমান থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যান। আর্থিক সংকটে থাকায় গ্রাম ও অন্যান্য ব্যক্তিদের থেকে প্রায় দশ হাজার টাকা সহযোগিতা করলে রংপুর এ উন্নত চিকিৎসা নেয়ার জন্য গেলে কিছু বুলেট বের করে এবং এক্সরে রিপোর্ট অনুযায়ী তার মাথায় ৮টি, শরীরে ৩-৪ এবং পায়ে ২-৩ টি বুলেট দেখা যায় যা অপারেশনের মাধ্যমে অপসারণ করতে হবে। এতে চিকিৎসাসহ প্রায় দুই লক্ষ টাকা প্রয়োজন। টাকা না থাকায় চিকিৎসা না করে বাড়িতে চলে আসে।
কেন তিনি আন্দোলনে গিয়েছে মোঃ এনামুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সারা দেশে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে যোগ দেন এবং নিজে গুলিবিদ্ধ হয়ে যন্ত্রনায় জীবন কাটাচ্ছেন।
মোঃ এনামুল (২৫)- ই পরিবারের প্রধান উপার্জনকারী। বাবা মারা যায় যখন তার বয়স ১২ বছর। বর্তমান তার পরিবারে ছোট ভাই, মা এবং স্ত্রী ও একমাত্র ২ বছরের মেয়েকে নিয়ে অতিকষ্টে জীবিকা নির্বাহ করছেন। তার বাড়ি ভিটা ছাড়া আর জমি না থাকায় বাড়ি ভিটা বিক্রি করলে থাকার যায়গা থাকবে না। তার ফুটফুটে নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।
মোঃ এনামুল তার পরিবার এবং নিজের এর চিকিৎসার জন্য সরকারিভাবে কিংবা কোন সহায়তা প্রতিষ্ঠানের নিকট সহায়তা প্রার্থনা জানিয়েছেন। তার ব্যক্তিগত মোবাইল ও বিকাশ নাম্বার 01750-088140
//নিউজ/ভূরুঙ্গামারী//মাইদুল ইসলাম /অক্টোবর/০৬/২৪