।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাঁচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ চোরাকারবারি উপজেলার কাশিপুর ইউনিয়নের অন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫২)।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণের একটি বড় চালান ভারতে পাঁচার হবে। এই তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি টহলরত দল উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিস আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৯ এর সাব পিলার ৭ এস থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবাগিস সীমান্ত নামক স্থানে রাস্তার পাশে ওত পেতে থাকে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি ওই পথে আসেন। পরে বিজিবি টহলদল তার কাছে স্বর্ণের বার আছে বলে চ্যালেঞ্জ করলে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাকে দৌড়ে আটক করে। এরপর তাকে তল্লাশি করে পকেট থেকে কসটেপ মোড়ানো দুইটি প্যাকেটে পাঁচটি স্বর্ণের বার জব্দ করে সঙ্গে সঙ্গে আটক স্বর্ণ চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসেন। পাঁচটি স্বর্ণের বারের ওজন ৫৬৬.৬৫ গ্রাম (৪৫ ভরি ৯ আনা ২ রতি ৫ পয়েন্ট। যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান বলেন, বিজিবি আটক স্বর্ণ চোরাকারবারিকে থানায় নিয়ে এসেছে। মামলার কাজ চলমান।