।। নিউজ ডেস্ক ।।
চিলমারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার চিলমারী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বৈষম্য দূরীকরণে মাধ্যমিকস্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন করেছে চিলমারীর বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার।
বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আ: হালিম, অধ্যক্ষ ড. মো: মিনহাজুল ইসলাম, প্রধান শিক্ষক তসবিরুল হক, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের (ভার:) নিকট প্রদান করেন। মানববন্ধন চলাকালিন শিক্ষকরা হাতে বিভিন্ন দাবির প্যাকার্ড দেখা যায়। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।
//নিউজ/চিলমারী//সোহেল/সেপ্টেম্বর/০১/২৪