|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরের থেতরাই ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা
উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
https://www.ulipur.com/?p=34635
➤ কুড়িগ্রাম সদরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নিহত দুজন একই এলাকার বাসিন্দা। তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাদের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলে আশরাফ মারা যায়। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
https://www.ulipur.com/?p=34638
➤ কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
কুড়িগ্রামে নবাগত জেলাপ্রশাসক নুসরাত সুলতানার সাথে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ বরমান হোসেন, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ,সম্পাদক খালেক ফারুক,সাংবাদিক মমিনুর ইসলাম প্রমুখ।
https://www.ulipur.com/?p=34640