।। নিউজ ডেস্ক ।।
উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে টিসিবি, ভিজিডি, ট্রেড লাইসেন্স, এডিপি প্রকল্প, টিআর-কাবিটা, নদী ভাঙনে অর্থ প্রদানে অনিয়ম, ডিডব্লিউবি এর খাদ্যশসা প্রদানে অনিয়ম ও ২৪০ কেজি চাল আত্মসাৎ, ২০২২-২৩ অর্থ বছরের কাবিটা প্রকল্পের থেতরাই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট না করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এ ছাড়াও ওই ইউনিয়ন পরিষদের নয় জন সদস্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশেষ সভায় অনাস্থা প্রস্তাবটি ১১ জন সদস্যের ভোটে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় এক নম্বর থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের পদটি একই আইনের ৩৫(১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।