।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত আন্ত:সীমান্তিক নদীগুলোর স্বীকৃতির দাবি তুলেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম শহর সংলগ্ন ধরলা নদীর পাড়ে প্লাাকার্ড হাতে দাবি উত্থাপন করা হয়।
এসময় বক্তব্য রাখেন গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী, গ্রিন লিডার মেহেদী হাসান তমাল, সংগঠক আজিজুল হক, গ্রিন ইকো কর্মী শিমু খাতুন, তরিকুল ইসলাম তামিম, রাশিদুল ইসলাম, মুন্না রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অভ্যন্তরে নদী দখল-দুষণমুক্ত করা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে উজানে নদী শাষণ করে পানির ন্যায্য হিস্যার তোয়াক্কা না করেই বাঁধ নির্মাণ ও পানি সড়িয়ে নেয়ায় ভাটির দেশ হিসেবে বাংলাদেশের নদীগুলোর অস্থিত্ব হারিয়ে ফেলছে। এর ফলে শুরু হয়েছে প্রকৃতি ও পরিবেশ বিপর্যয়।
গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অভিন্ন বা আন্ত:সীমান্ত নদী রয়েছে ৫৭টি। এর মধ্যে ভারতের সাথে রয়েছে ৫৪টি। এসব আন্ত:দেশীয় নদীর তালিকার বাইরেও প্রায় অর্ধ শতাধিক নদী বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহমান রয়েছে। তালিকায় না থাকায় এসব নদী তার অধিকার হারিয়ে ফেলছে। ভাটির দেশ হচ্ছে পানি বঞ্চিত। ফলে বিশ্ব নদী দিবসে আন্ত:সীমান্তিক এসব নদীর স্বীকৃতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উত্থাপনের মাধ্যমে ন্যায্য হিস্যার দাবি জানানো হয়।