।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান। অগ্নিকাণ্ডের খবর অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের পরিবারকে দেখতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামে আসেন উপজেলা নির্বাহী অফিসার। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান আবুল হোসেনের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, রাশেদুল ইসলাম প্রমুখ। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ইউএনও।
উল্লেখ্য, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামে মৃত কুদ্দুস আলীর পুত্র আবুল হোসেন (৫৫) গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মুহুর্তেই দু’টি শয়ন ঘর, একটি রান্না ঘর, ২টি গাভী, ২টি ছাগল, ধান, পাট, হাঁস, মুরগিসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়।