শাহাদত হোসেন শুভ, উলিপুর: “আজ দীপ্ত শপথের দিন”। উলিপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উলিপুর কেন্দ্রীয় স্টেডিয়ামে স্বাধীনতার ৪৬ তম বছর যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। প্রত্যুষে সংশ্লিষ্ট উপ-কমিটি/স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ৩১ বার তোপধ্বনীর পর শহীদদের মিনারে, একাত্তুরের গণকবর ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, বাড়ি ও দোকান মালিকগন জাতীয় পতাকা উত্তোলন করে। সকাল ৯টায় সংশ্লিষ্ট উপ-কমিটি/স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রনে কেন্দ্রীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে। সকাল ৯ টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিনের অন্যান্য কার্যক্রম শুরু হয়।বীর মুক্তিযোদ্ধা, পুলিশ,আনসার ও ভিডিপি, কাব/স্কাউট ও বিভিন্ন প্রাথমিক,কিন্ডারগার্টেন, মাধ্যমিক,মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সমাবেশ ও আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনি করা হয়। স্বাধীনতা আমাদের মাঝে কিভাবে বিরাজমান তা আজ আমরা দেখতে পেলাম,জনসাধারণ মহান স্বাধীনতা কে নানা ভাবে পালিত করার মধ্যে দিয়ে। যাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা তাদের ভুলবো না ভুলবো না।