।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ২ নং শিমুলবাড়ি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন বাস্তবায়ন করেন ইসলামিক রিলিফ, বাংলাদেশ।
ওরিয়েন্টেশনে শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জমশেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. ছাবেদ আলী, ফুলবাড়ী উপজেলার প্রোজেক্ট অফিসার মো. এরশাদ আনিছুর রহমান, সহকারী প্রোজেক্ট অফিসার মো. আনোয়ার সাদাত, শিক্ষক মো. নুরল উদ্দিন, মো. মতিয়ার রহমানসহ আরও অনেকে।
//নিউজ/ফুলবাড়ী//নূর-নবী/সেপ্টেম্বর/১৮/২৪