।। উপজেলা প্রতিনিধি ।।
ক্ষমতার অপব্যবহার, লুটপাট ও সরকারি ঘর দেয়ার নামে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে চিলমারীর নয়ারহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন তিনি। এছাড়াও দীর্ঘদিন থেকে করছেন না অফিস, এই দাবিতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিও উঠছে।
নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে তার অপসারণ চেয়েছেন। এছাড়াও বিভিন্ন অভিযোগ এনে উক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের নদী ভাঙ্গনের শিকার ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য (আশ্রয়ণ) গুচ্ছ গ্রাম-২য় পর্যায় প্রকল্পের মাধ্যমে খাউরিয়ার চরে ৮০টি ঘর নির্মাণ করা হয়। ঘর নির্মাণের কাজ চলমান থাকা কালীন চেয়ারম্যান ও তার সহযোগীরা ঘর দেয়ার নামে শুরু করেন বাণিজ্য। ওই সময় ১টি করে ঘরের জন্য ১০ থেকে ২০ হাজার করে টাকা হাতিয়ে নেয়া হয়।
এমন অভিযোগ করে দক্ষিণ খাউরিয়ার চরের ফাতেমা বলেন, ‘ঘর দেয়ার জন্য চেয়ারম্যানের কথা বলে, হানিফ মেম্বার আমার কাছে ১৩ হাজার টাকা নিয়েছে কিন্তু এখন পর্যন্ত ঘর দেয় নাই।’
গুচ্ছ গ্রাম আশ্রয়ণ ঘরের জন্য কালা চান মেম্বারকে ১৫ হাজার টাকা দিছেন জানিয়ে খেরুয়ার চরের কবিলা খাতুন বলেন, ‘টাকা না দিলে চেয়ারম্যান ঘর দিবে না তাই বলে টাকা নিয়েছে আমাদের কাছে।’
ঘর পাওয়ার জন্য টাকা দেয়ার কথা স্বীকার করে একাধিক ভুক্তভুগিরা বলেন, টাকা ফেরৎ দেয়া তো দূরের কথা ঘরের কাজ শেষ হওয়ার মাসের পর মাস পেড়িয়ে গেলেও ঘর বরাদ্দ দিচ্ছেনা, বরং বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে চেয়ারম্যানের সঙ্গপাঙ্গরা।
ঘর দেয়ার নামে টাকা নেয়াসহ ইউনিয়নের খেয়া ঘাট দেয়ার নামেও নিয়েছেন টাকা কিন্তু দেননি কোন কাগজ এমন অভিযোগ এনে নৌকা চালক খেরুয়ার চরের জয়নাল আবেদীন বলেন, খেয়া ঘাটের জন্য আমি চেয়ারম্যানকে ২০ হাজার টাকা দিয়েছে আর আমার পার্টনার দিছে ৫০ হাজার টাকা কিন্তু অনুমতির কাগজ না দেয়ায় এলাকার লোকজন আমাকে নৌকা চালাতে বাধা দিচ্ছে, চেয়ারম্যান টাকাও দিচ্ছেনা।
ঘর দেয়ার নামে একাধিক ব্যাক্তির কাছে টাকা নিয়েছেন চেয়ারম্যান অভিযোগ করে ইউপি সদস্য আ: ছাত্তার, সানোয়ার বলেন, কিছু বলতে গেলেই চেয়ারম্যান সোজা উত্তর দেন বেশি বারাবারি করবেন না।
অভিযোগ অস্বীকার করে নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, আমাকে হেয়সহ হয়রানী করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে, এছাড়াও কিছু মেম্বারদের অনিয়ম করতে না দেয়ায় তারা আমার উপর ক্ষিপ্ত।
এ ব্যাপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ভার 🙂 নঈম উদ্দিন (সহকারী কমিশনার ভূমি চিলমারী বলেন, অভিযোগ বিষয়টি শুনলাম দেখে ব্যবস্থা নেয়া হবে।
//নিউজ/চিলমারী//সোহেল/সেপ্টেম্বর/১৮/২৪