|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীর হোটেল গ্র্যান্ড ব্রহ্মপুত্রে চুরি
চিলমারীতে অত্যাধুনিক আবাসিক হোটেল গ্র্যান্ড ব্রহ্মপুত্র থেকে ৫টি এ্যান্ড্রয়েড টেলিভিশন চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার মতিঝিলের জীবন বীমা কর্পোরেশন ভবনের ঠিকানা দিয়ে ইস্তিয়াক আহমেদ নামে দেওয়া এক ব্যক্তি ৫টি কক্ষ ভাড়া নিয়ে ৫টি কক্ষেরই চাবি গ্রহণ করেন। পরে অন্যান্য লোকজন আসবেন বলে জানান তিনি। হোটেলের কর্মচারী এরশাদ আলী বেলা ১১টায় ওই ব্যক্তিকে তার রুমে তুলে দেন। পরিচ্ছন্নতা কর্মী লাকী বেগমকে বাকী রুমগুলো পরিস্কারের কথা বলে থানাহাট বাজারে চলে যান।
https://www.ulipur.com/?p=34516
➤ উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও লুটপাটের অভিযোগ
উলিপুরে বসতঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, শিক্ষা সনদপত্রসহ মূল্যবান জিনিপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল এলাকার। রবিবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটলে ভুক্তভোগী ইশরাত জাহান স্মৃতি উলিপুর থানায় শফিকুল হায়দার, শামীম হায়দার ও লুৎফুল হায়দারসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
https://www.ulipur.com/?p=34502
➤ উলিপুরে সম্মিলিত শিক্ষক পরিষদের কমিটি গঠন
উলিপুর উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার সম্মিলিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। গত সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর বহুমুখী আলিয়া সিনিয়র মাদ্রাসার হলরুমে সকল শিক্ষকগণের সর্বসম্মতিক্রমে বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুলকে সভাপতি, উলিপুর বহুমুখী আলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসানুল করিম প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
https://www.ulipur.com/?p=34510
➤ চিলমারীতে কাজ রেখে পলাতক ঠিকাদার, দুই বছরেও শেষ হয়নি কাজ
চিলমারীতে ২ বছরেও শেষ হয় বীর নিবাসের কাজ। মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীর নিবাসের ঘর পেয়ে যেন চরম ভোগান্তিতে পড়েছেন রাণীগঞ্জ এলাকার আব্দুল খালেক। শয্যাশায়ী এ মুক্তিযোদ্ধা জীবনের শেষ নি:শ্বাস এ ঘরে ফেলতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
https://www.ulipur.com/?p=34513