।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে অত্যাধুনিক আবাসিক হোটেল গ্র্যান্ড ব্রহ্মপুত্র থেকে ৫টি এ্যান্ড্রয়েড টেলিভিশন চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার মতিঝিলের জীবন বীমা কর্পোরেশন ভবনের ঠিকানা দিয়ে ইস্তিয়াক আহমেদ নামে দেওয়া এক ব্যক্তি ৫টি কক্ষ ভাড়া নিয়ে ৫টি কক্ষেরই চাবি গ্রহণ করেন। পরে অন্যান্য লোকজন আসবেন বলে জানান তিনি। হোটেলের কর্মচারী এরশাদ আলী বেলা ১১টায় ওই ব্যক্তিকে তার রুমে তুলে দেন। পরিচ্ছন্নতা কর্মী লাকী বেগমকে বাকী রুমগুলো পরিস্কারের কথা বলে থানাহাট বাজারে চলে যান।
সিসি টিভির ফুটেজ দেখে ধারণা করা হয়, বেলা ১১টা থেকে ১২টা ৩৫ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে হোটেলের দায়িত্বে থাকা এরশাদ আলী রাতের ডিউটি করার সময় দেখেন ঐ ৫টি কক্ষের দরজা খোলা এবং ৫টি এ্যান্ড্রয়েড টেলিভিশন নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে অবহিত করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রানকৃষ্ণ দেবনাথ বলেন, হোটেল মালিক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু থানায় অভিযোগ করলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চোরকে শনাক্তের চেষ্টা চলছে।
//নিউজ/চিলমারী//সোহেল/সেপ্টেম্বর/১৭/২৪