।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বিভিন্ন উপজেলায় পৃথকভাবে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। উলিপুর, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীতে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কলেজ হল রুমে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে অধ্যক্ষ ছাইফুর রহমান সভাপতিত্বে কলেজের প্রভাষকরা আলোচনা সভায় বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতিযেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্রপ্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন। তিনি জীবনাদর্শে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। তার জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য শ্রেষ্ঠতম আদর্শ ছিলেন। সর্বত্র রাসুলের (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণই সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে।
এদিকে, ফুলবাড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সীরাত মাহফিল ও গণসমাবেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর মাওঃ আব্দুল মতিন ফারুকী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন মানবতার মুক্তির সনদ আল-কুরআনের বান্ধব নমুনা ছিলেন আল্লাহর রাসুল (সাঃ)। কুরআনে আল্লাহ পাক রাসুল (সাঃ) সম্পর্কে বলেছেন তোমাদেও জন্য রাসুলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। জামায়াতে ইসলামী আল্লাহর বিধান অনুসরন ও রাসুল (সাঃ) এর আদর্শকে ধারণ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে। তিনি আরও বলেন রাসুল (সাঃ) এর আদর্শ ধারণ করে দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনেই জামায়াতের লক্ষ্য।
উক্ত অনুষ্ঠান উপজেলা আমীর মাওঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুর রহমানের সঞ্চলনায়, ফুলবাড়ী কাহারী মাঠে উক্ত সমাবেশে তিনি আরো বলেন বিগত আওয়ামী সরকার গোটা দেশকে একটি অন্ধকার কুপের মধ্যে ফেলে দিয়েছিল। মহান আল্লাহ গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরচারকে পালিয়ে যেতে বাধ্য করে, সেই অন্ধকার থেকে জাতিকে উদ্ধার করেছেন। হাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব ব্যার্থ করে দেওয়ার ষড়ষন্ত চলছে।আমরা কারো দাদাগিরীকে আর মেনে নেবনা। কারও পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়ন হতে দিবনা।যে কোন ষড়যন্ত দেশের জনগনকে সাথে নিয়ে জামায়াত রুখে দেবে ইনশাআল্লাহ।
এছাড়াও, ভূরুঙ্গামারীতে উই আর ভূরুঙ্গামারী’স পিপল ফেসবুক গ্রুপ এর এডমিন ও মডারেটরসহ তরুণ যুব সমাজ ও আলেমদের সমন্বয়ে সীরাতুন নবী সা. শীর্ষক সেমিনার ২০২৪ এর পরিচালক কমিটি বিশ্ব নবী হযরত মুহাম্মাদ সা. এর বর্ণিল জীবন কেন্দ্রিক এক গুরুত্বপূর্ণ সিরাত সেমিনার ১২ই রবিউল আউয়াল ১৪৪৬ মোতাবেক ১৬ সেপ্টেম্বর ২০২৪ ভূরুঙ্গামারী উপজেলা হল রুমে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে ওলামাগন বিশ্বনবী হযরত মুহাম্মদ স: এর জীবনের বিভিন্ন বয়সে বিভিন্ন সমস্যায় জর্জরিত বিষয়গুলো তুলে ধরেন। হযরত মুহাম্মদ স: এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন। মহানবী স: কিভাবে দেশ পরিচালনা, পরিবার পরিচালনা, মানুষের মধ্যে ইসলাম প্রচার করেছেন এবং বিভিন্ন সময়ে যুদ্ধ পরিচালনা করেছেন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।