নিউজ ডেস্ক: উলিপুর রামদাস ধনিরাম খেয়ার পাড় গ্রামে ২৩ মার্চ গভীর রাতে শিকারির ফাঁদে ধরা পরেছে বিরল প্রজাতির এই গেছো বিড়ালটি। মৃত আব্দুস সাত্তারের পুত্র আমিনুল ইসলাম বেশ কিছুদিন থেকেই কবুতর ও মুরগী, খরগোস ও কয়েল পাখী লালন-পালন করে আসছে। হঠাৎ করে তার পোষা প্রানীগুলো কমতে থাকে, মাঝে মাঝে রাত্রিবেলায় কবুতরগুলো হঠাৎ উড়ে গিয়ে গাছের উপর পরে। আমিনুল বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পরে। রাত জেগে পাহাড়া দেয়ার ব্যবস্থা নেয়। হঠাৎ তার চোখে পরে যায় বিরল প্রজাতির গেছো বিড়াল। তার পোষা প্রানিগুলো রক্ষা করার জন্য লোহার রড দিয়ে একটি ফাঁদ তৈরি করে, ঐ ফাঁদের ভিতর একটি জীবন্ত মুরগীকে রেখে দেয়। প্রতিদিনের মত গেছো বিড়ালটি জীবন বাঁচার জন্য আহারের তাগিদে শিকারের সন্ধানে বের হয়। ফাঁদেরর ভিতর রাখা মুরগীকে দেখে তেড়ে উঠে এবং ফাঁদের ভিতর ঠুকে পরে। আটকা পরে যায় গেছো বিড়ালটি। বিরল এ বিড়ালটিকে দেখার জন্য সকাল বেলা লোকজন ভিড় জমায়। আমিনুল ইসলাম (দারো) জানায়, এর আগেও এইভাবে ফাঁদ পেতে ২টি গেছো বিড়াল মেরে ফেলেছে। ১টিকে ছেড়ে দিয়েছে। আরো জানায়, না বুঝেই এই বিরল বিড়ালগুলো মেরে ফেলেছি, এখন যে বিড়ালটি আটকিয়েছি সেটি পশুসম্পদ কর্মকর্তাদের মারফতে চিড়িয়াখানায় দেয়ার চিন্তা করেছি। জীব হত্যা মহাপাপ এটি বুঝতে পেরে আমিনুল ইসলাম (দারো) অনুতপ্ত। পাশের বাড়ীর বাসিন্দা গুনাইগাছ ডিগ্রী কলেজ (জুম্মাহাট) পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ আব্দুর রশিদ এই প্রতিবেদককে খবর দিলে দ্রুত প্রদিবেদক ছুটে আসে এবং বিড়ালটির মুক্তির বিষয়ে পশুসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে
শিকারির ফাঁদে বিরল প্রজাতির গেছো বিড়াল
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.