।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে ১০টি হত দরিদ্র পরিবারে ঢেউটিন ও আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তবকপুর ইউনিয়নের কাজলডাঙ্গায় আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় একটি অরাজনৈতিক জনকল্যাণ ও সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “আবু সাঈদ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে এসব পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান সরকার, তবকপুর বামনের হাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল হান্নান, রাজারহাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ.কে এম তাজিবর রহমান, সাংবাদিক ও সমাজ সংগঠক আখতারুজ্জামান আসিফ, কুড়িগ্রাম উৎসর্গ নার্সিং ইনিস্টিটিউটের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান এবং জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি খোরশেদ আলম, জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, সাদুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবপ্রাপ্ত প্রধান শিক্ষক বন্দে আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচপীর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম প্রমূখ । শেষে ৩টি হতদরিদ্র পরিবারকে ৭ বান্ডিল ঢেউটিন ও ৬ পরিবারে ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।