।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুরে পদত্যাগের দাবিতে মানববন্ধনের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমাযয়ুন কবির ছক্কু। শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই মন্ডলপাড়া এলাকার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তাঁর বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে একটি মানববন্ধন করা হয়েছে। যা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। গত ইউপি নির্বাচনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন নজরুল ইসলাম জোদ্দার, শাহিন আলম ও আব্দুর রহমান। গত নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। সেই নির্বাচনে জনগণ আমাকে স্বতঃসফূর্তভাবে ভোট দান করেছেন এবং তাদের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। এলাকার বিভিন্ন উন্নয়ন করেছি, সাধারণ মানুষের পাশে দাড়িয়েছি, নদী ভাঙন রোধ করেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, তারা অভিযোগ তুলেছেন আমি নাকি ভিজিডি কার্ডের টাকা খেয়েছি। যারা গত অর্থবছরে ভিজিডির কার্ড পেয়েছে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। এটা হলো আমার বিরুদ্ধে এক ষড়যন্ত্র। ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে তারা আমার প্রতি হিংসা, বিদ্বেশ শুরু করেছে। আমাকে রাস্তাঘাতে অপমান করে। পরিষদে যেতে দেয় না। পরিষদে আমাকে আক্রমন করেছিল। পরিষদে ভাংচুরের চেষ্টা করা হয়েছে। তাদের উদ্দেশ্য হলো, তারা নির্বাচনে পরাজিত হওয়ার পরে তাদের মনের প্রতি হিংসার যে আগুন, তারই হিসাবে আমার চেয়ারম্যান পদে পদত্যাগ চাচ্ছে। আমি জনগণে ভোটে নির্বাচিত হয়েছি, এলাকার উন্নয়ন করেছি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছি।
চেয়ারম্যান আরও বলেন, আমার বিরুদ্ধে আরও অভিযোগ তোলা হয়েছে, আমার নাকি ঢাকা, রংপুর ও কুড়িগ্রাম জেলায় বাড়ি আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই বাড়িগুলো কোথায় এবং সেই বাড়িগুলো দিকনির্দেশনা দেবেন আমাকে। আমার বাড়ি শুধু কোদালকাটি ব্যতিত আর কোনো বাড়ি নেই। তারা আমাকে হেয় করার জন্য জনগণেরকাছে মানসম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা প্রচার চালাচ্ছে।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/সেপ্টেম্বর/০৮/২৪