।। উপজেলা প্রতিনিধি ।।
উপজেলা ছাত্রদল-যুবদলের আয়োজনে দেয়ালে লিখন কর্মসূচি করছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজিবপুর উপজেলা ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে তাদের সর্বোচ্চ নেতাদের বিভিন্ন বক্তব্য ও উক্তি কোট করে লিখছেন।
শুক্রবার সকাল ১১টা থেকে তাদের দেয়ালে লিখন কার্যক্রম শুরু করেছে, চলবে শনিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত। দেয়ালে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট, শহীদ জিয়াউর রহমান ও বর্তমান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সময় দেওয়া বক্তব্য ও উক্তি কোট করে লিখছেন তারাঁ। এর মধ্যে উল্লেখযোগ্য “মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বে রৌমারীকে মুক্তাঞ্চল রাখা, আমি মেজর জিয়া বলছি” ইত্যাদি। রয়েছে তারেক রহমানের দেওয়া “শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন” বক্তব্যও।
দেয়ালে এসব লিখে কি বার্তা দিতে চায় উপজেলা ছাত্রদল-যুবদল? এমন প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকন্দ মোহাম্মদ আল-আমিন বলেন, গত ১৭ বছরে আওয়ামিলীগ আমাদের দলের নামে বিভিন্ন গুজব ছড়িয়েছে। এজন্য আমাদের বিষয়ে তরুণ প্রজন্মের কিছু ভুল ধারণা রয়েছে। আমরা এই দেয়ালে লিখন কার্যক্রম দিয়ে তরুন প্রজন্মকে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন ভাবে সাজাতে চায় তরুণরা। স্বৈরাচার আওয়ামিলীগ সরকার পালানোর পর বর্তমানে দেশ যে পরিস্থিতিতে রয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় তারেক রহমানের বিকল্প নেই। সেই সাথে একাত্তরে রৌমারী মুক্তাঞ্চল ও জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তাঞ্চল বিষয়ে ইতিহাস তুলে ধরার চেষ্টা করতেছি।
এসময় উপস্থিত ছিলেন, রাজিবপুর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকন্দ মোহাম্মদ আল-আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম, রাজিবপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক পলাশ মাহমুদ ও ছাত্রনেতা হাবিবুল্লাহ প্রমুখ।
ছাত্রদল-যুবদলের দেয়ালে লিখন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে মুক্তাঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/সেপ্টেম্বর/০৭/২৪