।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুর উপজেলার ২নং কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুর দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেছে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, পাপ্পু মিয়া, রাজু যোদ্ধার, ইশার হাজী, ফারুক আহমেদ, সৈয়দ জামান মাষ্টার, শাহিন আলম সরকার।
বক্তারা বলেন, দুর্নীতিবাজ ছক্কু চেয়ারম্যান শেখ হাসিনা পালানোর পর থেকে পরিষদে আসেন না। এতে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। কোনো গুরুত্বপূর্ণ কাগজে স্বাক্ষর লাগলে তাকে খুঁজেও পাওয়া যায় না। শুধু এসব-ই না, আপনারা জানেন আওয়ামী সরকারের আমলে রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকার ক্ষমতায় তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও এলাকায় দুঃশাসন কায়েম করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে নিয়োগ বাণিজ্য করেছে। তার এমন কাজে আমরা গোটা ইউনিয়নবাসী আমরা নির্যাতিত এবং অবহেলিত। আমাদের কোদালকাটি থেকে রাজিবপুর সদরে যেতে কতটা ভোগান্তি পোহাতে হয় এটা আর নতুন করে বলার কিছু নেই। এতো এতো অনিয়ম, দুর্নীতি তিনি করেছে তাতে আমরা কোদালকাটিবাসী সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি এবং আমাদের ইউনিয়ন উন্নয়নের দিক থেকে পাঁচ বছর পিছিয়ে গেছে। তার এসব অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের কারণে আমরা কোদালকাটি ইউনিয়নবাসী তার পদত্যাগ দাবি করছি। শুধু তাই নয় তিনি যদি পদত্যাগ না করে আমরা তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
তার বিরুদ্ধে মানববন্ধন নিয়ে জানতে চাইলে রাজিবপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, সরকারি সকল বরাদ্দ আমি সঠিকভাবেই জনগণের মাঝে বণ্টন করেছি। আজ আমার বিরুদ্ধে মানববন্ধন করার কারণ হচ্ছে আমি আওয়ামী লীগ করি।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/সেপ্টেম্বর/০৫/২৪