।। নিউজ ডেস্ক ।।
সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদকে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য উল্লেখ করা হয়। কুড়িগ্রামে তার পদায়নকে ঘিরে ফেসবুকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। রয়েছে ভিন্নমতও।
রিয়াজ উদ্দিনকে কুড়িগ্রামের এসপি হিসেবে পদায়নের খবর প্রকাশ হলে মঙ্গলবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় সমালোচনা। অনেকেই নিজস্ব প্রোফাইল বা পেজে একটি ডিও লেটার প্রকাশ করে বিরূপ মন্তব্য করছেন। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান কর্তৃক স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া ওই ডিও লেটারে পুলিশ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদকে ‘আওয়ামী লীগ পরিবারের সদস্য’ উল্লেখ করে প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা খুলনা অথবা মৌলভীবাজার জেলায় বদলি অথবা পদায়নের সুপারিশ করা হয়েছে। তবে ডিও লেটারটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্রদের একাংশ দাবি করেন, পদায়ন প্রাপ্ত এসপি এই আন্দোলনে খুলনায় আন্দোলনকারীর ওপর নির্যাতন করেছেন। তাই রিয়াজ উদ্দিন আহমেদকে কুড়িগ্রামে পদায়ন না করার দাবি জানানো হয়।
তবে, কুড়িগ্রামের বেশ কয়েকজন ব্যক্তিবর্গ এই ডিও লেটারটিকে ভুয়া দাবি করে তাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে বলেন, “কুড়িগ্রাম জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন একজন সৎ,যোগ্য পুলিশ অফিসার। ওনার নাম জনাব রিয়াজ উদ্দিন আহমেদ। আমরা আশাকরি উনি কুড়িগ্রাম জেলার আইন- শৃঙ্খলা রক্ষায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন।কিন্তু কে বা কাহারা ওনার দীর্ঘদিনের কর্মকাণ্ডকে বিতর্কিত করার জন্য একটি ভুয়া সংবাদ প্রচার করে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি মানুষ এর তীব্র নিন্দা জানাই।”
পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।