তালাত মাহামুদ রুহান :
গতকাল দুপুর চারটার দিকে সারা উলিপুর উপজেলার উপর দিয়ে বয়ে যায় প্রচন্ড শিলাবৃষ্টি। হঠাৎ সাড়ে তিনটার দিকে প্রবল বাতাস শুরু হয় আর সাথে বৃষ্টি এবং এই বৃষ্টি ক্রমান্বয়ে রুপ নেয় শিলাবৃষ্টিতে। টানা চল্লিশ মিনিটের মত শিলাবৃষ্টির শিলায় ছেয়ে গেছে পুরো উলিপুর শহর। এতে বাস ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন ব্যবস্যা বাণিজ্য সাময়িক বন্ধ থাকে। এই শিলাবৃষ্টিতে ফসলের অনেকটা ক্ষতি হবার আশঙ্কা থাকলেও ফসলের তেমন ক্ষতি হয়নি বলে জানান স্থানীয় কৃষকরা। সারা উলিপুর উপজেলাকে প্রায় চল্লিশ মিনিটের শিলাবৃষ্টিতে ভিজিয়ে খানিকটা আতঙ্কে ফেলে ছিল মানুষজনদের। উলিপুর শহর ছাড়াও ইউনিয়নগুলো ও উলিপুরের বাইরেও শিলাবৃষ্টি হয়েছে।
জানা যায়, এ শিলাবৃষ্টির কারনে ফসলের অল্প ক্ষতি হলেও মৌসুমি ফল আমের মুকুলের মারাত্মক ক্ষতি হয়। সেই সাথে বহু বাড়িতে টিনও ব্যাপক নষ্ট হয়ে গেছে।