।। উপজেলা প্রতিনিধি ।।
ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেনের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যা দুর্নীতির অভিযোগ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে সাইফুর রহমান সরকারি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খড়িবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের সামনে ফুলবাড়ী- খড়িবাড়ী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বাইজিদ বোস্তামী, মোস্তফা জামান সবুজ ও তাজিয়া আক্তার জিম বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন স্যার একজন সৎ যোগ্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। অর্থ আত্মসাত তো দূরের কথা আমরা কোনদিন তার বিন্দুমাত্র ত্রুটি দেখিনি। অথচ একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের ভর্তি, ফরম ফিলাপের টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমরা সকল শিক্ষার্থী ওই মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী জানাচ্ছি। অনতিবিলম্বে ওই মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন করে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হবে।
এ প্রসঙ্গে সাইফুর রহমান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন জানান, আমি শিক্ষার্থীদের একটি টাকাও আত্মসাত করিনি। কলেজের অভ্যন্তরীণ এবং বহিরাগত একদল ষড়যন্ত্রকারী আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
//নিউজ/ফুলবাড়ী//নূর-নবী/সেপ্টেম্বর/০২/২৪