।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত আশিকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টায় উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রবিবার (৪ আগস্ট) আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মাথায় ইটের আঘাত পান তিনি। পরেরদিন বিজয় মিছিল শেষে সন্ধ্যার সময় বাসায় যাওয়ার পথে অজ্ঞান হয়ে পরেন। তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও পরে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে মারা যান আশিক।
রবিবার রাতে কেন্দ্রিয় শহীদ মিনারে জানাজা শেষে আশিকের মরদেহবাহী এম্বুলেন্স কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার সকালে কুড়িগ্রাম শাপলা চত্বরে জানাজা শেষে মরদেহ উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়েনের সাতভিটা গ্রামের বাড়িতে নেয়া হয়।
আশিকের মরদেহ দেখতে ও জানাজায় অংশ নিতে অসংখ্য মানুষের ঢল নামে। নিহত আশিক ব্যবসায়ী মো. চাঁদ মিয়ার ছেলে। দুই ছেলের মধ্যে বড় তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে তার মৃত্যুর প্রতিবাদে রবিবার (১ সেপ্টেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।