।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে জোর করে বিয়ে দিতে চাওয়ায় এলিজা আক্তার ইশিতা (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী বাবা মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে, রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দূর্গাপুর ইউনিয়নের যমুনা ফকির পাড়া গ্রামে। ঈশিতা ওই এলাকার এরশাদুল হকের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামেরে এরশাদুল হকের মেয়ে এলিজা আক্তার পাঁচপীর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এলিজা আক্তারকে পারিবারিক ভাবে জোর করে বাল্যবিবাহ দেয়ার সিদ্ধান্ত নিলে সে বিবাহ করতে রাজি নয় বলে জানিয়ে দেয় বাবা-মাসহ পরিবারের লোকজনকে। তার পরেও বিবাহ দেয়ার সিদ্ধান্ত নিলে বাবা মায়ের সাথে অভিমান করে এলিজা রোববার (১সেপ্টেম্বর) দুপুর দেড়টার নিজ শয়ন ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।