|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে উপজেলা দুর্যোগ কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম সদর উপজেলা দুর্যোগ কমিটির বাৎসরিক সভা সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সভার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন।
➤ চিলমারীতে সাংবাদিকদের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়
চিলমারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা মতবিনিময় সভা করেছেন। মতবিনিময়কালে এ উপজেলাকে এগিয়ে নেওয়াসহ দুর্নীতি ও অনিয়ম দুর করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।
➤ কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে প্রতিযোগীতা মূলক পরীক্ষার মাধ্যমে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় ফুল এনজিওর মাধ্যমে অর্থ ও সার্টিফিকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন।
https://www.ulipur.com/?p=34117
➤ ভূরঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক
ভূরঙ্গামারীতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মঞ্জুরল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
https://www.ulipur.com/?p=34112