আতিক মেসবাহ লগ্নঃ বিদ্যুতের অভাবে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন দলদলিয়ার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রায় ২০০টি পরিবার। সারাবছরই এসব পরিবারকে কেরসিনের আলোয় সারতে হচ্ছে প্রতিদিনের প্রয়োজনীয় কাজ। শিক্ষার্থীদের বিদ্যালয়ের লেখাপড়া দিনের আলোতেই প্রস্তুত করতে হচ্ছে । বিদ্যুতের অভাবে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি থমকে গেছে ওইসব এলাকার স্বাভাবিক জীবনযাপন। ব্যবসা বাণিজ্যেও নেই কোন অগ্রগতি। দীর্ঘদিন বিদ্যুতের আশায় থাকলেও এখন হতাশায় ।দলদলিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের চাপড়ার পাড়,কানিপাড়া,মোজাহিদ পাড়া,বক্সা পাড়ার প্রায় ২০০ টি পরিবার এই সেবা থেকে বঞ্চিত। এলাকার লোকেরা কুপি জালিয়ে রাত্রি যাপন করে।আলোক স্বল্পতাজনিত কারণে শিশুদের চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে।বিভিন্ন প্রতারক চক্র টাকার বিনিময়ে বিদ্যুৎ সুবিধা দেয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে ।
এ গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী আবেদা জানান, বিদ্যুৎের আলো ছাড়াই হ্যারিকেনের আলোয় আমরা পড়াশোনা করেছি,বিদ্যুৎ না থাকায় মোবাইল ইন্টারনেট ব্যাবহার করতে পারিনা,ফোন চার্জ দিতে হয় বাজারে।
এ বিষয়ে ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন,ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবার কথা বলেছিলো আওয়ামীলীগ সরকার অথচ ২য় মেয়াদে সরকারের ৩বছর চলে গেলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় সরকারের উপর হতাশা । আমাদের প্রত্যাশা সরকার অচিরেই এই বিদ্যুৎ সমস্যা সমাধান করে উন্নত ডিজিটাল বাংলাদেশ গঠনে দলদলিয়ার ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ করে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সহযোগীতা করবে।