।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ২০২১ সালে নিয়োগ বিধি পরির্বতন করে অবৈধ্য নিয়োগ বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টরদের উপর মামলা উত্তোলন ও জুনিয়র ইন্সট্রাকটর নিয়োগের দাবিতে বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাকসের কাছে স্মারক লিপি প্রদান করে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ও শতাধীক শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল তাদের ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়াস্থ শাপলা চত্বরে একটি সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়কারী শিক্ষার্থী সিফাত, ইসমাইল, মিম ও সাব্বির। তারা বলেন তাদের ইনস্টিটিউটের অবৈধ্য নিয়োগ, জুনিয়র ইন্সট্রাক্টরদের উপর মামলা উত্তোলন ও জুনিয়র ইন্সট্রাকটর নিয়োগ সহ নানা সমস্যায় জর্জরিত। এ জন্য তাদের পড়াশুনার চরম ব্যাঘাত হচ্ছে। এ কারণে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। কলেজ কর্তৃপক্ষ যদি তাদের দাবি না মানে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করবে। পরে তারা একটি স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করে।