।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারীতে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে অবরুদ্ধ নার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে, শিক্ষার্থীদের তোপের মুখে প্রকৃত সেবা ও হাসপাতাল পরিস্কার পরিছন্নতা রাখার প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। দ্রুত সমস্যা সমাধানে আল্টিমেটার দিলেন শিক্ষার্থীরা।
অভিযোগ উঠেছে, চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবাদানে অবহেলা ও অপরিস্কারসহ নানা অনিয়ম আর দুর্নীতি চলছে। এছাড়াও ডাক্তার ও নার্সদের অবহেলার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্বজনরা।
ঘটনার প্রেক্ষিতে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) সকাল ৯ টার পর উলিপুরের সাদুল্লাহ চাচিয়ার পাড় এলাকার পচু মন্ডলের পুত্র রফিকুল হক মাষ্টার ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে চিলমারী হাসপাতে ভর্তি হন। এ সময় তাকে স্যালাইন দেয়া হলে এজমা দেখা দেয় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক অক্সিজেন প্রয়োজন হলে রোগীর স্বজনরা ডাক্তার ও নার্সকে ডাকলেও সময় মতো সাড়া না মেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।
খবর পেয়ে শিক্ষার্থীদের একটি টিম হাসপাতালে যায় এবং কর্তব্যরত ডাক্তারের কাছে ঘটনা সম্পর্কে জানতে চায়। সেই সাথে হাসপাতালের সকল সমস্যা দূর করতে আল্টিমেটাম দেন।
এদিকে ঘটনার পর পরেই রোগীর স্বজনরা দায়িত্বে থাকা নার্সদের অবরুদ্ধ করে রাখেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে নার্সরা দ্রুত স্থান ত্যাগ করে।
তবে দায়িত্বে থাকা নার্সরা অভিযোগ অস্বীকার করে বলেন, চিকিৎসার কোন ক্রটি হয়নি।
শিক্ষার্থী আব্দুর রহমান পারভেজ অভিযোগ করে বলেন, হাসপাতালে রোগীকে নিয়ে আসা হয় সুস্থতার জন্য কিন্তু হাসপাতালের যা পরিবেশ সেখানে রোগী আরও অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘদিন থেকে ময়লার বক্স পরিস্কার করা হয়নি। সবকিছুই অপরিষ্কার। খাবার সিডিউল অনুযায়ী দেয়া হয়না। নির্দিষ্টস্থান থাকতেও ডাস্টবিনে সিরিজ এবং সুই ফেলা হয়না। নার্সদের খারাপ ব্যাবহার। হাসপাতালের সামনের বাগান পরিষ্কার করার জন্য নির্দিষ্ট লোক থাকলেও তা পরিষ্কার করা হয়না।
দু:খ প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম বলেন, বিষযগুলো খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
//নিউজ/চিলমারী//সোহেল/আগস্ট/২৭/২৪