|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, আগস্ট ২৬, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রিভারাইন পিপলের পরিচালককে প্রাণনাশের হুমকি
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে তাকে কল করে রাজারহাট উপজেলার যেকোন বিষয় নিয়ে কথা বলতে নিষেধ করে, না হলে সপরিবারে অস্তিত্ব শেষ করে দেওয়ার হুমকি দেয়।
➤ কুড়িগ্রামে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষার্থীর সঙ্গে সমকামিতার অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে সাময়িক বহিষ্কার করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
➤ ভূরুঙ্গামারীতে মোবাইল না পেয়ে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা
ভূরুঙ্গামারীতে বাবা মায়ের কাছ থেকে মোবাইল ফোন না পাওয়ার অভিমানে গলায় ফাঁস দিয়ে সোহাগ (১০) নামের এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
➤ কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা অফিসে অর্থ ছাড়া মেলে না কোনো সেবা, সক্রিয় সিন্ডিকেট চক্র
অর্থ ছাড়া কোনো সেবাই যেন মেলে না কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা অফিসে। শিক্ষা উপবৃত্তি, বয়স্ক, প্রতিবন্ধি এবং বিধবা ভাতার আওতায় না পড়েও টাকার বিনিময়ে অথবা স্বজনপ্রীতির মাধমে অনেকেই সুবিধা গ্রহণ করছেন।
https://www.ulipur.com/?p=34030