।। নিউজ ডেস্ক ।।
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুড়িগ্রামের যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে মাদ্রাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসার সুপার মো: আফজাল হোসেনের অপসারণসহ ৭ দফা দাবি তুলে ধরা হয়। এসয় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফিরোজ আহমেদ, জোবায়দুল ইসলাম, আলফাতুন খাতুন, সাবেক শিক্ষার্থী আব্দুর রশিদ, অভিভাবক আব্দুল কাদের প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এই মাদ্রাসার ইবতেদায়ী পর্যায়ে গত ১০ বছর যাবত কোন শিক্ষার্থী না থাকা সত্ত্বেও শিক্ষকরা বেতন-ভাতা তুলে নিচ্ছেন। এ ব্যপারে সুপার কোনো রকম পদক্ষেপ নেয় নি । তারা সুপারের পদত্যাগসহ ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার মো: আফজাল হোসেন বলেন, মাদরাসার ছাত্র ছাত্রীরা ভুল বোঝাবুঝি করে এমনটা করেছে। পরে তাদের সঙ্গে কথা হয়েছে।