।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে হতদরিদ্র নারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেলে হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ২০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠর জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, কালের কণ্ঠ উত্তরঞ্চল ডিজিটাল সমন্বয়ক সোহেল রানা স্বপ্ন, উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ তুরাগ, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, উলিপুর উপজেলা শুভসংঘের উপদেষ্টা সাজাদুল ইসলাম সাজু, সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাসুম করিম, স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে আবেগপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে জাকিয়া সুলতানা নামের এক শিক্ষার্থী জানায়, কয়েক বছর আগে তার বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর পরিবারের চরম দৈন্যতা নেমে আসে। অসুস্থ মা সহ তিন ভাইবোনের সংসার। চাচা মামাদের সহায়তায় কোনো রকমে চলত সংসারটি। কিন্তু বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে আমি খুবই উপকৃত হলাম।
শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, কুড়িগ্রাম একটি নদীমাতৃক জেলা। বসুন্ধরা সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে। এ জেলায় ৬০ দুস্থ নারীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সেলাই মেশিন দেওয়া হলো। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সারাদেশে পর্যায়ক্রমে পাঁচ হাজার অস্বচ্ছল পরিবারের নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে। যাতে গ্রামীণ নারীরা নিজে এবং তাদের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে।