|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে ঘুষ নেওয়ায় ছাত্র-জনতার তোপের মুখে ভূমি উপ-সহকারীর পদত্যাগ
ঘুষ নেওয়ার অপরাধে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম হুসাইন মোহাম্মদ রাসেল। তিনি দীর্ঘদিন থেকে তার অফিসে আসা সেবাগ্রহীতাদের নিকট থেকে মোটা অংকের ঘুষ নিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
➤ফুলবাড়ীতে দুই মামলায় সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মী আসামি
ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৮৬ জনের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। এতে আরও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও উপজেলা বিএনপির একাংশের প্রচার সম্পাদক মোজাফফর হোসেন মামলা দুটি করেছেন।
➤ উলিপুরে ২২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
উলিপুরে ২২ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের একটি মোটরসাইকেল জব্দসহ ৫টি মাদক মামলার আসামি শ্রী স্বপন কুমার দাস (৪০) কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) কুড়িগ্রামের কেতারমোড় টু উলিপুর রোডে ধাওয়া করে উলিপুর থানাধীন পাঁচপীর এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=33961