।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বিভিন্ন দেয়াল ও স্বর্ণময়ী সরোবর পাড়ে গ্রাফিতি ও পেইন্টিং করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মাহুতি ও সফলতাকে স্মরণীয় করে রাখতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসব চিত্রকর্ম আঁকছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন দেয়াল, স্বর্ণময়ী সরোবর পাড়সহ উপজেলায় এসব চিত্র অঙ্কন করছে শিক্ষার্থীরা। দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ছাত্রছাত্রীদের তুলির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো। শিক্ষার্থীরা দেয়ালে আঁকা চিত্রকর্মে তুলে ধরছে বাংলাদেশের মানচিত্র, লাল-সবুজের পতাকা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা স্মৃতি, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, অসাম্প্রদায়িক চেতনা, আন্দোলনে শহীদ হওয়া রংপুরের আবু সাইদ কিংবা মুগ্ধর ‘পানি লাগবে পানি। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে রক্তাক্ত জুলাইকেও গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, এক খণ্ড নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তারা এ কাজ করছেন। এ ছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা, নতুন বাংলাদেশকে তুলে ধরা ও ছাত্র আন্দোলনের জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগে দেয়ালে অনেক পোস্টার এবং আজেবাজ লেখা থাকত। সেগুলো পরিষ্কার করে ছাত্র আন্দোলনের ছবি আঁকা হচ্ছে। পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে তাদের পূর্বপ্রজন্মের অবদান। নতুণ প্রজন্মরা দেখবে এদেশের দেয়ালে কোনো আজে-বাজে কথা লেখা নেই। দেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের স্মৃতি ছাত্রসমাজকে উজ্জীবিত করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের ত্যাগের স্মরণ করতেই উপজেলার বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। ইতিহাসের সাক্ষী হিসেবে ২০২৪ সালকে দেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে তাদের এই শিল্পকর্ম। সকল প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দিয়ে উলিপুরকে রঙিন ও সুন্দর রাখব। এ জন্য সকলকে পাশে থাকার অনুরোধ করে তারা।