।। নিউজ ডেস্ক ।।
চিলমারীতে পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে গ্যাটসবি ওয়ারস এর সহযোগিতায় অরণ্যের সবুজ উৎসব পালিত হয়। এ সময় ফকিরের হাট প্রাথমিক বিদ্যালয় ও ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬০০ আমের চারা বিতরণ করা হয়।
এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গাছের চারা রোপণ করা হয়, ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষরোপণের সঠিক নিয়ম শেখানো হয়। পরিবেশ ক্ষতিকারক গাছ ইউক্যালিপ্টাস, একাশিয়া, মেহগনি, রেইনট্রি রোপণে অনুৎসাহিত করা হয়। দেশি জাতের ফলগাছ ও বনজ গাছ রোপণে উৎসাহিত করা এবং গাছ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যাপক রোকনুর জামান শাহিন, মোঃ রুহুল আমিন প্রধান শিক্ষক ফকিরের হাট উচ্চ বিদ্যালয়, খোরশেদ আলাম চেয়ারম্যান উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রাম, অরণ্যে উপদেষ্টা নুর আমিন, অরণ্যের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামিউল ইসলাম জুহান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেন সহ অরণ্যের সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখে। গাছ আমাদের ফল দেয়, অনেক গাছ ঔষধি গুণসম্পন্ন, যা আমাদের সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া গাছ থেকে আমরা কাঠ পেয়ে থাকি। মানুষের দৈনন্দিন ব্যবহার্য নানা উপকরন কাঠ থেকে তৈরি করা হয়। পরিবেশ বান্ধব গাছ বিপদের বন্ধু। গাছ ছাড়া আমাদের জীবন অচল। তাই বসুন্ধরা অরণ্যের দেওয়া এই গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাচাতে সাহায্য করবে।