|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ মুক্তমঞ্চে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী
চিলমারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা চত্তর মুক্তমঞ্চে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনাসভা, কেককাটাসহ নানা কর্মসূচি হতে নেয়া হয়েছিল।
➤ উলিপুরে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ার’র কার্যনির্বাহী পরিষদ গঠন
উলিপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ার’র ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফ্রেন্ডস ফেয়ারের কার্যালয়ে সাধারণ পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে জুলফিকার আলীকে সভাপতি, স্বপন সাহা সাধারণ সম্পাদক ও আতাহার আলীকে সাংগঠনিক সম্পাদক করে এ পরিষদ গঠন করা হয়।
➤ উলিপুরে শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকারের অভিযান
উলিপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উলিপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন মুদি দোকান, হোটেল, বেকারী, মিষ্টি বিক্রির দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ভারপ্রাপ্ত সহকারি পরিচালক এ.এস.এম মাসুম-উদ-দৌলা।
https://www.ulipur.com/?p=33890
➤ ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের দৌরাত্ম্যে নাজেহাল কুড়িগ্রামবাসী
কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক স্ট্যান্ড। বিভিন্ন মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় গড়ে ওঠা এসব স্ট্যান্ডে যাত্রী ও মালামাল টানাটানির কারণে নাগরিক জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। দেখার যেন নেই কেউ।
https://www.ulipur.com/?p=33872