।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে দিনব্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি কুড়িগ্রাম এর উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনিসুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন নারী-পুরুষ পাট চাষী অংশ নেয়।