।। নিউজ ডেস্ক ।।
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আজ থেকে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। ফলে জেলার শিক্ষার্থীরা এসে আজ থেকে প্রাণবন্ত হয়ে উঠেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে জেলা শহরের সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণসহ অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান। গত কয়েকদিন আগে খুলে দেয়া প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় মাধ্যমিক বিদ্যালয়ও আজ রবিবার থেকে সরকার খুলে দেয়ায় স্বত:স্ফুর্তভাবে শিক্ষার্থীরা তাদের নিজনিজ প্রতিষ্ঠানে চলে আসে। অনেক প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান চলে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। অভিভাবকগণও যথেষ্ঠ শংকামুক্ত থেকে তাদের সন্তানদের পাঠান প্রতিষ্ঠানে।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের নির্দেশে দীর্ঘ একমাস বন্ধ থাকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপত্তা শঙ্কায় অনেক অভিভাবক তাদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাননি।
জেলা শহরের ঐতিহ্যবাহী পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকার বলেন, সার্বিক দিক বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থী ও ঘনিষ্ঠ অভিভাবক ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রেণি পাঠদান অব্যাহত ছিল।
উল্লেখ্য,গত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে এরপর থেকে বিদ্যালয়গুলোতে আর ক্লাস হয়নি।