।। উপজেলা প্রতিনিধি ।।
চিলমারী উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা হলেও এর সড়কগুলো মরণ ফাঁদে পরিণত দীর্ঘদিন থেকে। মেরামত হলেও অনিয়মের আশ্রয় নেয়ার কারণে কয়েকদিনের মধ্যে মেরামতের অস্থিত্ব পাওয়া মুশকিল হয়ে পড়ে। ফলে বছরের পর বছর থেকে দুর্ভোগ আর ভোগান্তি নিয়েই চলছে চিলমারীর মানুষ। বিভিন্ন এলাকার সড়কগুলো খানাখন্দে ভরে যাওয়ার পাশাপাশি সড়কের পাশের পুকুর গুলো গিলতে শুরু করেছে সড়ক, ফলে সৃষ্টি হয়েছে মরণ ফাঁদে। নজর থাকলেও দেখছেনা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের গাফলতির কারণে বছরের পর বছর থেকে ভোগান্তিতে রয়েছে চিলমারীবাসী দাবি এলাকাবাসীর।
জানা গেছে, চিলমারী উপজেলার বিভিন্ন সড়কের পাশাপাশি উপজেলা প্রধান সড়ক মাটিকাটা থেকে শরিফেরহাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে যাওয়ায় স্থানে স্থানে পরিণত হয়েছে মরণ ফাঁদে। এছাড়াও প্যালাসাইডিং বা ব্যবস্থাপনার অভাবে রাস্তার পাশের পুকুর গুলো গিলতে শুরু করেছে সড়ক, ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলছে মানুষজন। বিভিন্ন স্থানে প্যালাসাইডিং তৈরি হলেও তৈরিতে নেয়া হয় অনিয়ম। ফলে ভোগান্তি থেকেই যাচ্ছে জনসাধারনের দাবি স্থানীদের।
স্থানীয় আমিনুল, রাসেল, ইশবালসহ অনেকে অভিযোগ করে বলেন, ‘রাস্তা আর সড়ক যাই বলেন এগুলো নির্মাণ ও মেরামতে নেয়া হয় ব্যাপক অনিয়ম ফলে কয়েকদিনের মধ্যে পিচ উঠে যায় এবং গর্তের সৃষ্টি হয়। এছাড়াও রাস্তার পাশের বেশির ভাগ পুকুর গুলোতে প্যালাসাইডিং নির্মাণ না করায় পুকুরে রাস্তা ভেঙ্গে পড়ে।’
তারা আরও জানান, যেখানে প্যালাসাইডিং আছে সেখানেও সঠিক ভাবে পরিকল্পনা মোতাবেক নির্মাণ করা হয়নি। সড়ক, রাস্তা নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠানের কর্তারা অনিয়ম আর দুর্নীতির সাথে জরিত থাকার কারণে আজ জনগন দুর্ভোগে পড়ছে।’
দাবি করে ট্রাক ও অটো চালকরা বলেন, ‘কর্মকর্তারা দুর্নীতি থেকে বেরিয়ে আসুক দেখবেন সব কাজ ঠিক মতো হচ্ছে।
ফাইল পাশ করতে টাকা লাগে আর ঘুষ ছাড়া ফাইল পাশ হয় না, জানিয়ে নাম না প্রকাশ করা শর্তে বেশ কয়েকজন ঠিকাদার বলেন, সব স্থানে টাকা দেয়া লাগলে আমরা সঠিক ভাবে কেমনে কাজ করবো।’
সড়কের বেহালদশা এবং সড়কের স্থানে স্থানে মরণ ফাঁদ তৈরি হয়েছে স্বীকার করে রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, মাটিকাটা থেকে রমনা শরিফের হাট সড়কটি শুধু নয় তার ইউনিয়নের প্রতিটি সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
কথা হলে উপজেলা প্রকৌশলী মো: ফিরোজুর রহমান বলেন, চলাচলের অযোগ্য সড়কের তালিকরা মোতবেক সমস্যার সমাধান করা হবে।
//নিউজ/চিলমারী//সোহেল/আগস্ট/১৮/২৪