|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, আগস্ট ১৭, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেল জব্দসহ আটক ২
ফুলবাড়ী সদর ইউনিয়নের সানাউল্লাহ নুরানী মাদ্রাসার দক্ষিণ দিকে কাঁচা রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ রংপুর জেলার কাউনিয়া থানাধীন টেপা মধুপুর এলকার মাদক কারবারি মোঃ নাজমুল ইসলাম (২৫) ও মোঃ জাহিদুল ইসলাম (২৩) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
➤ চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের বেহালদশা, স্টোর কিপারের দায়িত্বে পিয়ন
দায়িত্বে একজন পিয়ন থাকায় কতিপয় অসাধু স্টাফরা রোগীদের বরাদ্দের ঔষধসহ বিচানার চাদর, প্লাটিকসহ বিভিন্ন জিনিসপত্র কৌশলে সরিয়ে ফেলেন। এ্যাম্বুলেন্স এর ড্রাইভার না থাকায় সরকারী এ্যাম্বুলেন্সটিও সঠিক ভাবে ব্যবহার করতে পারছেনা স্থানীয় রোগীরা। ফলে অতিরিক্ত টাকা খরচ করে বহিরাগত এ্যাম্বুলেন্স ও গাড়ি নিতে হচ্ছে। নিয়মিত পরিস্কার পরিচ্ছতা না করায় হাসপাতালের ভিতর ও বাহিরে ময়লা আর্বজনার স্তুপ হয়ে পড়ে এবং দুগন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে রোগী ও স্বজনরা।
https://www.ulipur.com/?p=33799
➤ ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নজির হোসেন শনিবার (১৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সাইকেল চালিয়ে শিমুলবাড়ী ইউনিয়নের ছাড়ারপার নামক স্থানে যাচ্ছিলেন। এমন সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুমূর্ষ হয়ে পড়েন তিনি ও মোটরসাইকেল চালক জয়কান্ত।
https://www.ulipur.com/?p=33805
➤ কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন
এসময় বক্তারা কোটা সংস্কার আন্দোলনের পণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীযকরণ এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনাতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
https://www.ulipur.com/?p=33809
➤ উলিপুরে তিস্তা নদীর বাম তীর রক্ষা বাঁধে ধস
দেখার মতো তেমন কিছু না থাকলেও বিকেলে ও গোধূলীলগ্নে যেন মানুষের মন ছুঁয়ে যায়। প্রকৃতির অপরুপ দৃশ্য যেন ক্রমেই তাদের মোহিত করে। তাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন তারা। বাঁধটি ভেঙে গেলে এ অঞ্চলের মানুষের বিনোদনের এই স্থানটি হারিয়ে যাবে। বঞ্চিত হবে বিনোদন প্রেমী মানুষ প্রকৃতির এক অপরূপ দৃশ্য অবলোকন থেকে।
https://www.ulipur.com/?p=33813