রোকনুজ্জামান মানু : উলিপুরে বিদ্যালয়ের ভবন পরিত্যাক্ত ঘোষনার ২ বছরেও ভবন নির্মাণ না হওয়ায় বেগম নুরনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খোলা আকাশের নীচে পাঠদান করা হচ্ছে। উপজেলার দূর্গম চরাঞ্চলে বিদ্যালয়টি হওয়ায় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে শিক্ষক, শিক্ষার্থীরা ঝড়-বৃষ্টি ও প্রখর রোদ মাথায় নিয়ে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ১৯৮৬ সালে বেগম নুরনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার ৪ বছরের মাথায় ’৮৯ সালে ছোট একটি অফিস রুম সহ ৪ কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবন নির্মান করা হয়। এর ৩টি কক্ষে কোন রকমে দীর্ঘদিন ধরে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল শিক্ষকরা। শুরু থেকেই প্রতিষ্ঠানটিতে শ্রেণি কক্ষের অভাবে ১ম ও ২য় শ্রেণির পাঠদান খোলা আকাশের নীচে করা হত।
এলাকাবাসী জানান, দূর্গম চরাঞ্চল হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের সঠিক তদারকি না থাকায় নি মানের কাজ করায় ভবনগুলো অল্প কয়েক বছরই ঝুকিপূর্ণ হয়ে পড়ে। ভবন নির্মাণের সময় কর্তৃপক্ষের অবহেলায় নি ।মানের সামগ্রী ব্যবহার করায় ২ বছর আগেই তা ব্যবহার অনুপোযোগী হয়ে পড়ে। উপজেলা প্রকৌশল বিভাগ ২ বছর আগে বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করে ঝুকিপূর্ণ ঘোষণা করে তা ব্যবহার বন্ধ করে দেন। এরপর সেখানে বিকল্প ভবন নির্মানের প্রস্তাব কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও বিদ্যালয় ভবন নির্মাণ না হওয়ায় বেগমগঞ্জ ইউনিয়নের দূর্গম ওই চর এলাকার কোমলমতি শিশুদের শিক্ষাজীবন দূর্বিসহ হয়ে পড়েছে। ঝড় বৃষ্টির দিনে এখানে অঘোষিত ছুটি ভোগ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ অবস্থায় বিদ্যালয়টির ভবন নির্মাণ অতি জরুরী হয়ে পড়েছে বলে দাবি এলাকা বাসির। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৪জন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। সরেজমিনে গতকাল শনিবার (০৪ মার্চ) দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রচন্ড রোদের মধ্যে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠদান করছে। পঞ্চম শ্রেনির শিক্ষার্থী সাইফুল ইসলাম জানায়, আমাদের স্কুলের ঘর না থাকায় আমরা রোদের মধ্যে মাটিতে চটের উপর বসে ক্লাস করি। আমাদের স্কুল ঘরের খুবই দরকার। একই কথা জানায়, ৪র্থ শ্রেণির সবুজ ও আকলিমা।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খ.ম রেজাউল করিম বলেন, এখানে ভবন না থাকায় পাঠদান কার্যক্রম মারাত্বকভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম তৌফিকুর রহমান জানান, বিদ্যালয়টির নতুন ভবনের জন্য বরাদ্দ পাওয়া গেছে, ভবন নির্মানের কাজ শুরু হবে।
নুরনাহার সঃ প্রাঃ বি. ২ বছর ধরে খোলা আকাশের নীচে চলছে পাঠদান
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.