।। নিউজ ডেস্ক ।।
‘শান্তি ও উন্নয়নে যুব দক্ষতা’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধানে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১২ আগষ্ট) বিকেলে ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটির (বেডস) সহযোগিতায় ইকো-মেন প্রকল্পে আওতায় এ কর্মসূচি হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সফি খান। এসময় আরও উপস্থিত ছিলেন ইকোমেন’র জেলা সমন্বয়ক সুজন মোহন্ত, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী। এসময় জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের ২০ জন যুব সদস্য অংশগ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবরা আমাদের ভবিষৎ। যুবদের দেশের জন্য অনেক কিছু করণীয় আছে। যুবরা দেশের জন্য পজিটিভ চিন্তা রাখলে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। তাই যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য যুববান্ধব দপ্তরগুলো বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। এসব দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। তবেই দেশ ও জাতির কাঙ্খিত উন্নয়ন ঘটবে।