।। নিউজ ডেস্ক ।।
ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাস্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯দফা প্রস্তাবনা বাস্তবায়নে কুড়িগ্রামে গণসমাবেশ করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কমিটি।
শুক্রবার (০৯ আগস্ট) বিকেল ৩টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলদেশ’র নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মুফতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্জ্ব শাহজাহান মিয়া, দাসেরহাট রায়পুর এসহাকিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য মো. হাফিজুর রহমান ও মো. নুর মোহাম্মদ।
বক্তারা বলেন, বিগত এক যুগে সীমান্তে ১ হাজার ২২৬জন নিরিহ বাংলাদেশীর লাশ উপহার দিয়েছে ভারত সরকার। তাদেরকে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং ভারতের পূর্ব উত্তরীয় ৭টি রাজ্যে মালামাল পরিবহনের জন্য ট্রানজিট দেয়া হয়েছে। কিন্তু তারা তিস্তা চুক্তির ন্যায্য হিস্যা দেয়নি। এদিকে ফুলবাড়ী-হাতিবান্দা শিলিগুড়ির ২২ কিলোমিটার করিডোর ভারত আমাদের ব্যবহার করতে দিচ্ছে না। ভারত আমাদের কখনো সৎ প্রতিবেশী দেশ নয়। আওয়ামীলীগ সরকার ভারতের কাছে দাসখৎ লিখে দিয়েছে। তারা দেশের উন্নয়নের চেয়ে ক্ষতি করেছে বেশি। আইন, বিচার ব্যবস্থা ও আইন শৃংখলা বাহিনীকে দলীয়করণ করে শত শত লোকের উপর আঘাত করেছে। দেশের সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট দলীয়করণের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন প্রয়োজন পরেছে রাষ্ট্রকে ঢেলে সাজানোর। এজন্য আমরা ৯দফা প্রস্তাবনা পেশ করেছি। অচিরেই এই প্রস্তাবনা মেনে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সকলকেই এগিয়ে আসার আহবান জানাচ্ছি।