।। উপজেলা প্রতিনিধি ।।
বাড়ির পাশে মুদি দোকান থেকে কেনাকাটা করার সময় দুর্বৃত্ত্বদের হাতে অপহৃত হন রাহিমুল ইসলাম মাফুজ (৩৪) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (২৩ জুলাই) তাকে অপহরণ করা হলেও ৯ দিনেও সন্ধান মেলেনি তার। এমতবস্থায় চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে ভুক্তভোগী পরিবার। রবিবার (২৮ জুলাই) থানায় অভিযোগ করেন রাহিমুলের স্ত্রী রেবা বেগম। রাহিমুলের বাড়ি উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
রাহিমুলের স্ত্রী রেবা বেগমের দাবি, একই ইউনিয়নের মালঞ্চার পাড় গ্রামের জাহের আলীর ছেলে আব্দুর রশিদ, মুকুল মিয়া, শাহজাহান আলীদের সঙ্গে পারিবারিক লেনদেন ছিল। এরই জের ধরে ২৩ জুলাই সন্ধ্যায় বাড়ির পাশে দোকান থেকে তারা আমাকে মারধর করে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর আমরা রশিদ ও মুকুলদের সঙ্গে যোগাযোগ করতেছি কিন্তু তারা কেউ স্বীকার করতেছে না। আমার স্বামী কোথায় আছে? আমার দুটা ছোট সন্তান রয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে হলেও তারা যেন আমার স্বামীকে ফিরিয়ে দেয় এই আকুতি জানান তিনি।
অভিযাগে রেবা বেগম আরও উল্লেখ করেন, আমার স্বামীকে অপহরণ করার সময় অভিযুক্তরা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কিলঘুসি মারতে থাকে। এসময় তারা আমার স্বামীকেও মারধর করে। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে চৌমহনী বাজারের দিকে যায়।
অভিযোগের বিষয় মূল অভিযুক্ত আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত মুকুল মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। রাহিমুলের সঙ্গে পারিবারিকভাবে কোনো লেনদেন আছে কী না? এসবও জানা নেই।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি, এ ঘটনায় মামলা নেওয়া হবে।
//নিউজ/উলিপুর//মালেক/জুলাই/৩১/২৪