।। উপজেলা প্রতিনিধি ।।
বেশ কয়েকদিন থেকে নিয়মিত চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবদা খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। হুমকির মুখে অবদা বাঁধ ও ফসলি জমি। অজ্ঞাত কারণে নিরব প্রশাসন, সংশিষ্ট কতৃপক্ষের নেই কোন উদ্যোগ।
জানা গেছে, চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মিনাবাজার সংলগ্ন এলাকার অবদা বাঁধের পাশে অবদা খাল থেকে গত কয়েকদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল। নিয়ম না মেনেই বালু উত্তোলন করা হচ্ছে একটি এনজিও রাস্তার কাজের জন্য। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে অবদা বাঁধসহ স্থানীয় মানুষের ফসলি জমি।
স্থানীয় মুকুল, শফিকুলসহ অনেকেই জানান, অবদা বাঁধের সাথেই ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু তোলা হচ্ছে। এভাবে বালু উত্তোলনের কারণে অবদা খালের গভিরতা বেশি হওয়ায় এই বাঁধ ভেঙ্গে যাওয়ার সম্ভবনা বেশি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাঁধ মেরামতসহ কার্পেটিং করে তাহলে লাভ কি হলো।
গভীরতার কারণে হুমকির মুখে বাঁধ, বিষয়টি স্বীকার করে ড্রেজার চালক এরশাদ বলেন, আমাদের করার কি আছে! এসময় তিনি আরও জানান, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান বালু উত্তোলনের বিষয়টি জানেন এবং তাদের অনুমতি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম উপ-সহকারী প্রকৌশলী মো: শরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি এ ব্যাপারে চিলমারী থানায় একটি সাধারণ ডাইরি করা হবে।
রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, একটি রাস্তার মাটি ভরাটের কাজের জন্য মাটি না পাওয়ায় ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রুকুনুজ্জামান শাহিন বলেন, বালু উত্তোলনের জন্য আমি কোনো অনুমতি দেইনি।
কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
//নিউজ/চিলমারী//সোহেল/জুলাই/৩০/২৪