।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনায় উম্মে কুলছুম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই ) রাত ১০ টার দিকে মারা যান তিনি। নিহত গৃহবধূ থেতরাই ইউনিয়নের কিশোরপুর বকশিপাড়া গ্রামের শামসুল হকের স্ত্রী। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার শামসুল হকের স্ত্রী উম্মে কুলছুমের সঙ্গে বড়ভাই রফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগমের বিবাদ শুরু হয়। খবর পেয়ে একই ইউনিয়নের হোকডাঙ্গা এলাকার বাসিন্দা অভিযুক্ত আমেনা বেগমের মা উম্মে কুলসুম ও বোন মমিলা বেগম তার বাড়িতে যান। পরে সন্ধ্যায় মা-বোনের উপস্থিতিতে জা উম্মে কুলছুমের সঙ্গে পুনঃরায় বিবাদ শুরু হয় আমিনা বেগমের। এর এক পর্যায়ে আমেনা বেগম, তার মা উম্মে কুলসুম ও বোন মমিলা বেগম শামসুল হকের স্ত্রী উম্মে কুলছুমকে মারধর শুরু করেন। পরে গুরত্বর আহত ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, রবিবার (২৮ জুলাই) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মমিলা বেগমকে আটক করা হয়। অন্যদের গ্রেফতার চেষ্টা চলছে।
//নিউজ/উলিপুর//মালেক/জুলাই/২৮/২৪